যে ভাবে Job Proposal লিখলে UpWork এ কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে

 কিছু Facts শেয়ার করছি যা কাজে আসতে পারে UpWork - এ জব পাওয়ার ক্ষেত্রে। 

UpWork Job Proposal

 

যে ভাবে Job Proposal লিখলে  Upwork এ কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে


  • প্রথমত ক্লায়েন্ট এর জব পোস্ট ভালো করে পড়ুন, ক্লায়েন্ট কোন সেম্পল/ডকুমেন্টস/স্ক্রিনশট/লিংক শেয়ার করে থাকলে তা ভালোভাবে দেখুন। সে যা চাইছে আপনি তার শতভাগ দিতে পারলেই কেবল বিড করুন।পোস্টে ৫/১০ টা প্রপোজাল জমা পরার আগেই বিড করার চেষ্টা করুন (অন্ততপক্ষে প্রোফাইল ভারী হওয়ার আগ পর্যন্ত।) 

  • প্রপোজালে হাই/হ্যালো/গুড মর্নিং(তার সময় অনুযায়ী) মি. অমুক এমন কিছু দিয়ে শুরু করুন। ডিয়ার/স্যার এসব না বলাই ভালো মনে করি।

  • প্রপোজালের শুরুর বাক্য ক'টা হলো "কী ফ্যাক্টর"; তাই শুরুতে এমন কিছু লিখুন যা মূলত ক্লায়েন্ট শুনতে চাইছে। সে কি শুনতে চাইছে তা জব পোস্ট হতে আপনাকেই খুঁজে বের করতে হবে (সে কি নিয়ে চিন্তিত, সম্ভাব্য সমাধান কি, সমস্যার সম্ভাব্য কারণ,  কি জানতে চাইছে, খুটিনাটি কি নিয়ে কথা বলছে, কি নিয়ে বেশি সিরিয়াস, ইমিডিয়েট সলিউশন চাইছে কি না ইত্যাদি বিচার বিশ্লেষণ করে জায়গা মতো হিট করতে হবে।
       

  • প্রপোজালে ক্লায়েন্টের প্রশ্নের উওর অবশ্যই দিতে হবে(যদি প্রশ্ন থাকে। তাকেও পাল্টা প্রশ্ন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই রিলেভ্যান্ট প্রশ্ন। প্রশ্ন এমন হতে হবে যেনো সে বুঝে আপনি তার পোস্ট পড়েছেন এবং তার কাজ সম্পন্ন করতে ফ্রিল্যান্সার কে তার উত্তর টা জানানো জরুরী। ক্ষেএবিশেষ আপনার প্রশ্ন প্রপোজালের শুরুর দিকেও এড করা যেতে পারে।

  • কাস্টমার কোন প্রকার সেম্পল/ডকুমেন্টস দেখতে চাইলে তা অবশ্যই এড করে দিতে হবে। অন্যথায় বিড করা= কানেক্ট+সময় নষ্ট করা। সে দেখতে না চাইলেও এড করা যাবে যদি কেবল তা প্রপোজাল টা স্ট্রং করে, সাপোর্টিভ হয় অর্থাৎ ভ্যালু এড করে।

  • একাধারে/টানা একটার পর একটা বিড না করে রাত-দিন বিভিন্ন সময় মিলিয়ে বুঝে বিড করুন।

  •  টেমপ্লেটেড প্রপোজাল = পাতি ছাড়া চা জ্বাল। কাস্টমাইজড /পার্সোনালাইজড প্রপোজাল লিখতেই হবে। অপ্রয়োজনীয় যে ঘেন ঘেন একই ধরনের প্রায় সকল জব পোস্টে লেখা যায়/অন্যরাও লিখে সে সকল কথাবার্তা না লিখে নতুন কিছু লিখুন, যা আপনাকে অন্যের চেয়ে আলাদা করে।
  • প্রয়োজনের অতিরিক্ত কথা লেখা, শুধু শুধু রচনা লেখা ফেইল মারার বড় কারণ। টু দ্যা পয়েন্ট/ফোকাস পয়েন্ট নিয়ে কথা বলুন, কাজ দেয়ার আগে ছোট টাস্কে আপনাকে টেস্ট করতে বলুন, ছোট্র একটা ডিসকাশন/অডিও-ভিডিও মিটিং এর জন্য ডাকুন।

  • শুরুর দিকে ছোট ছোট প্রজেক্টে বিড করুন (তবে ১০ টাকার কাজ ৫/৭ টাকায় নয় সেটা ৮/৯ টাকায় করা যেতে পারে)। শুরুতে মাঝারি /বড় প্রজেক্টে কাস্টমার কেনো আপনাকে কন্ট্রাক্ট দিবে যেখানে ভালো ভালো প্রোফাইল হতে অনেকেই বিড করেছেন।

  • প্রধান ফোকাস থাকবে প্রোফাইলে কিছু রিভিউ/ফিডব্যাক এড করা। ধিরে ধিরে একই প্রপোজাল লিখেও রেসপন্স বাড়বে।

  • জব-পোস্টে ক্লায়েন্ট ক'জনকে ইনভাইট করেছে বা ইন্টারভিউ নিচ্ছে? তাদের মাঝে অতীতে হায়ার হওয়া ফ্রিল্যান্সার থাকতে পারে কি না এসব বিবেচনায় আনতে হবে।

  • ক্লায়েন্টের হায়ার রেট কেমন? নাকি সে শুধু পোস্ট করে বেশি, হায়ার করে কম। ৬০-৭০% এর নিচে হয়ার রেট হলে বিড না করাই ভালো আমার মতে।

  • মাথায় রাখবেন প্রপোজালটা লিখেই আপনি কাজ পেতে যাচ্ছেন না। প্রথম এবং প্রধান ফোকাস হবে তার কাছ থেকে একটা রেসপন্স আদায় করা। ইন্টারভিউ পাওয়াটাই সাকসেস এর প্রথম ধাপ সাথে ১০ কানেক্ট বোনাস তো পাচ্ছেনই।
  • আমি অমুক, আমি এতো বছর এই করি সেই করি, কাজটা পেলে হেন করুম তেন করুম, কাজটা আমারে দেন ব্লা ব্লা এসব কথার অনেক কিছুই আপনার প্রোফাইলে বলা আছে কাস্টমারের মন চাইলে ঐখানেই পড়তে পারে। আর এসবের আনেক কিছুই অন্যভাবেও পজিটিভ এটিটিউড বজায় রেখে বলা যায় প্রয়োজন হলে।

  • পাকনামি করে কঠিন শব্দ+বাক্য লিখতে গিয়ে ভুলভাল ইংরেজি লেখা যাবে না। সহজবোধ্য এবং সাবলীল ভাষায় প্রপোজাল লিখুন যাতে আপনার লেখা পরে বিরক্ত/কনফিউজ না হয়ে যায়।

       

বিঃ দ্রঃ আমার লেখা ফলো করেই ইন্টারভিউ পাওয়া যাবে তার নিশ্চয়তা নাই। আমি যা কিছু ফলো করি বা যেভাবে চিন্তা করি তাই এলোমেলো করে লিখেছি মাএ।


লিখেছেনঃ মাহবুবুর রহমান রাশেদ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.